বিনোদন ডেস্ক : এবারের ঈদ ‘ইত্যাদি’র বিশেষ পর্বের অন্যতম চমক হয়ে আসছেন এই প্রজন্মের চার কণ্ঠশিল্পী। তারা হলেন প্রতীক হাসান, প্রীতম হাসান, কণা ও ঐশী। চারজনেই কণ্ঠে তুলেছেন একটি বিশেষ গান। এটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছে প্রীতম হাসান। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এই চারজন শিল্পী এবারই প্রথম একসঙ্গে কোনও গান গাইলেন। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘গানটি রেট্রো-ড্যান্স ফরমেটের। এটি করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমরা সবাই কাজটি উপভোগ করেছি। এমন একটি কাজের সুযোগ করে দেওয়ার জন্য হানিফ সংকেত আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ প্রসঙ্গত, প্রতীক হাসান ও প্রীতম হাসানের সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু ‘ইত্যাদি’র মাধ্যমে। প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর সঙ্গে প্রতীক হাসানকে ‘ইত্যাদি’তে উপস্থাপন করা হয়েছিল মিলুর অসুস্থ অবস্থায় তার জীবনের শেষ গানটি গাওয়ার সময়। এরপর বরিশালে ধারণকৃত ইত্যাদি’র আরেকটি পর্বে প্রতীক হাসানের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন খালিদ হাসান মিলুরই আরেক সন্তান প্রীতম হাসান। আর কণাকে এর আগে দেখা গেছে ঈদের কোনও এক ‘ইত্যাদি’তে হৃদয় খানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে। সেই অর্থে ঐশীকে প্রথমবারের মতো এবারের ‘ইত্যাদি’তে দেখা যাবে। এমনটাই জানা গেছে হানিফ সংকেতের সঙ্গে আলাপ করে।