রাজনীতি

প্রশাসনিক কর্মকর্তবৃন্দ ও সুধীজনদের সম্মানে এমপি রবির ইফতার

By Daily Satkhira

June 18, 2017

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে-রমজানের মাগফিরাতের ২১তম দিনে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সৌজন্যে সাতক্ষীরা সদরে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ রমজান শহরের অভিজাত চায়না বাংলা রেস্টুরেন্টে-এ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এ ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে তিনি প্রতিটি  টেবিল ঘুরে ঘুরে প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে কুশল বনিময় করেন এবং উপস্থিত সর্বস্তরের মানুষের সাথে পবিত্র মাহে রজমানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার মাহফিলে অংশ নেন- সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, এনএসআই’র উপ-পরিচালক মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, একি মিত্র চাকমা, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, জেলা সুপার আবু জাহেদ, জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদিকা জ্যোন্সা আরা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মীর তানজীর আহমেদ, পৌর কাউন্সিলর অনিমা রাণী ম-ল, কাজী ফিরোজ হাসান, শাহীনুর রহমান শাহিন, এপিপি তামিম আহমেদ সোহাগ, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ সাতক্ষীরা সদরে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সুধীজন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট সমজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।