সাতক্ষীরা

সাতক্ষীরায় বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ 

By daily satkhira

May 03, 2023

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(৩ মে) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের বকচরা এলাকায় বাইপাস সড়কের ধারে এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম । এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ।

কর্মসূচীতে বক্তারা বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার বিশ্বের উন্নত দেশগুলোতে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশেও আস্তে আস্তে এর প্রচলন ঘটছে। মাঠ থেকে ধান কেটে একইসাথে তা মাড়াই করা যায় কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে। এছাড়া এটি ব্যবহারে কৃষকের কষ্ট কম হয়, বৃষ্টি বা ঝড়ে ধান নষ্ট হবার সম্ভাবনা কম থাকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্লাাবনী সরকার

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল কুমার  ব্যানার্জী, নীলকন্ঠ সরকার, জাহিদুল ইসলাম, নাজমা বেগম, কামরুল ইসলাম ডালিম, মোঃ ইয়াছির আরাফাত