সাতক্ষীরা

মোখা মোকাবেলায় সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আগাম প্রস্তুতি

By daily satkhira

May 09, 2023

নিজস্ব প্রতিনিধি : উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ভাইস-চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ।

প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা এটাকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে করে মানুষের কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মতো ঘটনা না ঘটে সেজন্য আগাম প্রস্তুতি হিসাবে বিপদ সংকেত ৪ হলে জেলা প্রশাসনের নির্দেশনায় জুম মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সদর উপজেলায় আশ্রয় কেন্দ্র হিসেবে ২৮১ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিত মনিটরিংয়ের কাজ করবে এবং গ্রাম পুলিশ তাদেরকে সহযোগিতা করবে।

এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান,পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন এনজিও কর্মীরা নিজ দায়িত্ব পালন করবে। এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান এ এস এম আবুল কালাম আজাদ, বৈকার ইউপি চেয়ারম্যান আবু মো মোস্তফা কামাল, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ধুলিয়ার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন,

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান,সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ শিমুল রানা, বন বিভাগ সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ,

ব্রেকিং দ্যা সাইলেন্স অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম,রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, লাবসা ইউ পি সদস্য বিশ্বনাথ মন্ডল, সুশীলন এর মনিটরিং রিপোর্টিং অফিসার প্রশান্ত কুমার মিস্ত্রি,এজি এম পল্লী বিদ্যুৎ সেবা সদস্য সাইফুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।