সাতক্ষীরা

সুন্দরবনে মধু কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মন্টু গাজীর সন্ধান দাবি

By daily satkhira

May 11, 2023

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনে মধু কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মন্টু গাজীর সন্ধানের দাবি জানিয়েছে পরিবার। গত ২৪ এপ্রিল ২৩ তারিখে মধু কাটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মন্টু গাজী (৫২)।

তিনি গাবুরা ইউনিয়নের খলিশা বুনিয়া গ্রামের মো: সাবুত আলী গাজীর পুত্র। কিন্তু প্রায় ২০ দিন অতিবাহিত হলেও তিনি বাড়িতে না ফিরে আসায় গত ১০ মে ২৩ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ মন্টু গাজীর ভাই আবুল হাসান। যার নং ৫৬৭।

নিখোঁজ মন্টু গাজীর স্ত্রী ছবিরন বিবির বরাত দিয়ে ভাই আবুল হাসান বলেন, গত ২৪ মে গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের রুহুল আমিন মালী(মাঝি) এর সাথে সুন্দরবনে মধু কাটতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মন্টু গাজী। কিন্তু মধু কেটে রুহুল মাঝিসহ অন্যরা বাড়ি ফিরে আসলেও মন্টু গাজী বাড়ি ফিরে আসেনি। এবিষয়ে রুহুল আমিন মাঝির কাছে জানতে চাইলে তার সাথে মন্টু গাজী সুন্দরবনের যায়নি বলে জানান।

আবুল হাসান অভিযোগ করে বলেন, ভাই মন্টু গাজী মধু কাটতে যাওয়ার জন্য রুহুল আমিনদের সাথে সুন্দরবনে যেতেন। এবার রুহুল আমিনের সাথে গিয়ে আর ফিরে আসেনি। সম্ভবত রুহুল সুন্দরবনের বাংলাদেশের অংশে না গিয়ে ভারতের অংশে গিয়েছিল। সেখানেই ভাইকে রেখে এসেছে রুহুল আমিন মাঝি। এখন রুহুল আমিন বিষয়টি অস্বীকার করছেন।

তবে এবিষয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় রুহুল আমিন মাঝির এর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তার স্ত্রী রিসিভ নাম্বারটি রুহুল আমিন মাঝির নই বলে জানান।