কলারোয়া

কলারোয়ায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মূল্যের মাদক সহ পাচারকারী আটক

By daily satkhira

May 12, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ২ কোটি ৪০লক্ষ টাকার মূল্যের ভয়ংকর মাদক এলএসডিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

১২ মে সকালে কলারোয়ার কাদঁপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী সাহেব আলী (৪৫) উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের পুত্র।

আটকের পর তার কাছ থেকে ৪টি(বোতল) এল এস ডি মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া পাচারকারী সাহেব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।