সাতক্ষীরা

শ্যামনগরে মিথ্যা মামলার প্রতিবাদে রাজ্জাক পার্কে প্রতিবাদ সংবাদ সম্মেলন

By daily satkhira

May 16, 2023

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা সম্পাদিকা ও ভোমরা প্রেসক্লাবের সদস্য শাহানারা খাতুন রিনা নামে এক নারীসহ তার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৬ মে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের অস্থায়ী স্থানে ওই নারী পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্যামনগর উপজেলার ভরুলিয়া মৌজা জে এল নং ২০ এর স্থানীয় জমি মালিকের মোট ৪৭ বিঘা জমি ১৫ ডিসেম্বর ২২ সালে কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের সৈয়দ মোস্তফা আলী আফছারের পুত্র জাকির হোসেনের কাছ ১০ হাজার টাকা হারী চুক্তিতে লিজ গ্রহন করে এবং ওই জমিতে মৎস্য চাষ করে আসছিল।