খেলা

ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে ২০০০ কোটি রুপির বাজি!

By Daily Satkhira

June 18, 2017

ফাইনাল সবসময়ই বিশেষ। তবে এবারের মতো এতটা বিশেষ সম্ভবত আগে হয়নি কখনও। ওয়ানডে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে উত্তেজনাকর ফাইনাল মঞ্চায়িত হয়েছে অনেক, তবে নিঃসন্দেহে বলে দেওয়া যায় ম্যাচ শুরুর আগে এমন উত্তেজনা আগে কখনও ছড়ায়নি। ভারত-পাকিস্তানের ‘সাধারণ’ ম্যাচ যেখানে উত্তেজনার আগুন ছড়ায় ক্রিকেটের অলিগলিতে, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফাইনালে উত্তেজনার পারদ কোথায় উঠতে পারে, সেটা বলার খুব বেশি দরকার পড়ে না। ওভালে রোমাঞ্চের রেণু ছড়াতে থাকা এই ফাইনাল বাজিকরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মোটা অঙ্কের টাকা ‘বিনিয়োগ’ করছে তারা, ভারতীয় রুপিতে অঙ্কটা ২০০০ কোটি!

ভারত-পাকিস্তান ফাইনালে সবকিছুতেই যেন আগুন! মাঠের লড়াইয়ের আগে লেগে গেছে টাকার যুদ্ধও। বিজ্ঞাপনের কথাই ধরুন না। ভারতে চ্যাম্পিয়নস ট্রফি সম্প্রচার করছে ‘স্টার স্পোর্টস’, ফাইনাল ম্যাচের জন্য তারা বিজ্ঞাপনের দাম বাড়িয়ে দিয়েছে ১০ গুণ! সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর খবর, ফাইনাল ম্যাচের প্রতি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানকে দিতে হবে ১ কোটি রুপি। যেখানে অন্য সময় দিতে হয় ১০ লাখ রুপি। বিজ্ঞাপনের দাম বাড়ালেও চাহিদা কিন্তু আকাশমুখী। ইতিমধ্যে প্রায় সব ‘স্লট’ বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ‘স্টার স্পোর্টস’-এর একটি সূত্র।

এ তো গেল বিজ্ঞাপনে টাকার ঝনঝনানি। বাজির ‘বাজারে’ তো আরও আগুন! ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ২০০০ কোটি রুপির বাজি ধরা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। শনিবার পত্রিকাটির খবর, অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (এআইজিএফ) জানিয়েছে মোটা অঙ্কের এই বাজিতে শিরোপা জেতার লড়াইয়ে ফেভারিট ভারত।

‘বেটফেয়ার’ ওয়েবসাইটের উদ্ধৃতিও ছেপেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। যেখানে জানানো হয়েছে, ‘ভারতের পক্ষে ১০০ রুপির বাজি ধরলে পাওয়া যাবে ১৪৭ রুপি, আর পাকিস্তানের পক্ষে ৩০০ রুপি পাওয়া যাবে প্রতি ১০০ রুপিতে।’ অর্থাৎ বাজিকরদের হিসেবে ভারতের পক্ষে জয়ের পাল্লা ভারি।

রবিবারের ফাইনাল দেখতে মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। তা তো হবেই। ১০ বছর পর আইসিসির কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। তবে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে এবারই প্রথম সাক্ষাৎ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। মাঠের বাইরের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে আগেই, অপেক্ষা এখন আসল লড়াইয়ের। ওয়ান ইন্ডিয়া