সাতক্ষীরা

সুস্থ থাকতে সাতক্ষীরা বড় বাজার পরিচ্ছন্ন রাখতে হবে—- ভারপ্রাপ্ত পৌর মেয়র

By daily satkhira

May 20, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বড় বাজার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। শনিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের পদ্মা ফিসে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। এসময় তিনি বলেন, ব্রীজের উপর থেকে প্রাণ সায়র খালে ময়লা না ফেলা। বড় বাজারে রাস্তা আটকে ব্যবসা পরিচালনা করে ক্রেতাদের দূর্ভোগে না ফেলা। ওজন ঠিক রেখে সঠিক মাপ এবং সঠিক মূল্যে মাছ, কাঁচামালসহ সকল পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে দাবি জানান।

বিশেষ করে বড় বাজার পরিচ্ছন্ন রাখা এবং প্রাণ সায়র খাল আবর্জনা মুক্ত রাখতে সকলতে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বাজার পরিচ্ছন্ন থাকলে নিজেরা সুস্থ থাকার পাশাপাশি বাজারে আসা সকল ক্রেতারও সুস্থ্য থাকবে। পরিবেশও দূর্ষন হবে না। সুতরাং নিজেদের স্বার্থে আমাদের বড় বাজারকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল হাসান বাদসা, মুদি ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মিহির সাহা, শহর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোড়ল, নূরুল আমিন, নাজমুল হক মিঠু প্রমুখ।