খেলা

ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং: সাঙ্গাকারা

By Daily Satkhira

June 18, 2017

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শক্তিশালী ব্যাটিং লাইনআপ দিয়েই ফাইনালে ভারত, আর দুর্দান্ত বোলিং করে এতোদূর এসেছে পাকিস্তান। শ্রীলঙ্কার লিজেন্ড কুমার সাঙ্গাকারা মনে করেন, রবিবার কেনিংটন ওভালে লড়াইটা হবে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের।

আইসিসির কলামে সাঙ্গাকারা লিখেছেন, ‘ভারতের শক্তি ব্যাটিংয়ের মাঝে অন্তর্নিহিত, বিশেষ করে তাদের উপরের চার ব্যাটসম্যান চমৎকার। অন্যদিকে পাকিস্তানের শক্তি হলো এর দুর্দান্ত বোলিং আক্রমণ।’

সাঙ্গাকারার মতে ফাইনালে নিশ্চিত ফেভারিট হিসেবে খেলবে। কিন্তু পাকিস্তানের সুযোগ ফেলনা নয়। ভারতের শক্তি নিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লিখেছেন, ‘অনেক আত্মবিশ্বাসী থেকে খেলবে ভারত, এটার যোগ্য তারা। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে উঁচুশ্রেণীর ক্রিকেট খেলছে তাদের সেরা দলটি।’

সাঙ্গাকারার মতে ভারত সব দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে, ‘তাদের ব্যাটিং দুর্দান্ত। বোলিংটা বৈচিত্র্যময়ী এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে। ফিল্ডিংয়ে তারা সতর্ক ও শক্তিশালী।’