সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ  

By daily satkhira

May 22, 2023

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর জনসভায় বিএনপি নেতৃবৃন্দ শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মে) বিকালে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীকে কঠোর শাস্তি দাবী করে বলেন, “আমরা জাতির জনককে হারিয়েছি। আমরা শোকাহত হয়েছিলাম। আমরা সেদিন কিছু করতে পারিনি। আজ আমরা ঐক্যবদ্ধ জাতি। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র আর আমরা মানবোনা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ। প্রতিবাদ সমাবেশের আলোচনা শেষে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের স্ব-স্ব ব্যাণার সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বজ্র কণ্ঠ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।