রাজনীতি

নৌকা ডুবে গেছে, তুলতে পারবেন না : খালেদা জিয়া

By Daily Satkhira

June 18, 2017

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নৌকা ডুবে গেছে। নৌকাকে আপনার লোকজন আর টেনে তুলতে পারবেন না।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। হতে দেওয়া হবে না।’

শনিবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

আওয়ামী লীগ দেশবাসীকে দুঃশাসন উপহার দিয়েছে, মন্তব্য করে খালেদা জিয়া বলেন, এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। জনগণের ভোটের অধিকার আদায়ে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনরা ভরাডুবি ঠেকাতে পারবে না দাবি করে খালেদা জিয়া বলেন, ‘জোর করে আর একতরফা নির্বাচনও করতে পারবে না আওয়ামী লীগ।’

খালেদা জিয়া বলেন, ‘আমি বলব যে একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন সে (শেখ হাসিনা) করতে পারবে। কিন্তু তাঁর অধীনে কোনো নির্বাচন হবে না।’

জনগণের কাছে কোনো দায় নেই, তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকারের নজর নেই বলে মন্তব্য করেন খালেদা জিয়া। ক্ষমতায় গেলে ‘ভিশন টোয়েন্টি-থার্টি’তে দেওয়া প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির চেয়ারপারসন।