কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মত‌বি‌নিময় সভা

By daily satkhira

May 25, 2023

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি : উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা নাগ‌রিক উ‌দ্যোগ-এর আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার বেলা ১১টায় উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব মিলনায়ত‌নে বি‌ভিন্ন শ্রেণি পেশার মানু‌ষের অংশগ্রহ‌নে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। নাগরিক উদ্যোগ সংস্থার বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম।

এ সময় অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি সেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহকারী তথ্য কর্মকর্তা (তথ্য আপা) রাবেয়া খাতুন, মিডা সংস্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, নারী উন্নয়ন সংস্থার প্রেরণার প্রোগ্রাম অফিসার শকর আলী, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্কার পরিচালক ফরহাদ হোসেন, দলিত সম্প্রদায়ের পক্ষে অসিত মন্ডল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তরা বলেন, প্রশাস‌নিক ভা‌বে কালিগঞ্জ উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে।

এই উপজেলার ১০টি ইউ‌নিয়‌নের বিভিন্ন গ্রামে দলিত জনগোষ্ঠীর প্রায় ১৮৬৪ টি পরিবারের ৯৩২০ জন লোক বাস করে। জাত-পাত ও পেশাগত পরিচয়ের কারণে এই সকল এলাকার দলিত জনগোষ্ঠীর লোকজন প্রতিনিয়ত দারিদ্র্য এবং নানাবিধ সামাজিক বৈষম্যের শিকার হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন এবং উন্নয়ন প্রক্রিয়ায় তাদের স‌ক্রিয় অংশগ্রহন, সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূরীকরণ করার লক্ষ্যে নি‌য়ে ২০২১ সালের জুন মাস থেকে নাগরিক উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প “শিরোনামে” একটি প্রকল্পের মাধ‌্যমে কাজ ক‌রে যা‌চ্ছে।