লন্ডনে আগুনের ঘটনায় নিখোঁজ ৫৮ জনের সবাই নিহত বলে ধারণা করছে পুলিশ। ইতিপূর্বে, ১৭ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিলো কর্তৃপক্ষ।
আজ লন্ডন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি এক বিবৃতিতে বলেছেন: দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওই রাতে গ্রিনফেল টাওয়ারে থাকা অন্তত ৫৮ জন এখনও নিখোঁজ এবং ধারণা করছি তারা মৃত।
তবে এখনই উদ্ধার কাজ শেষ হচ্ছে না। সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ হচ্ছে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্টুয়ার্ট। তিনি বলেন: হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা যত দ্রুত সম্ভব আমাদের প্রিয় মানুষদের সন্ধান করতে চাই।
এদিকে, নিহতের প্রকৃত সংখ্যা গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগী অনেকেই।
এর আগে, গত মঙ্গলবার ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ শুরু করে।
১৯৭৪ সালে গ্রেনফেল টাওয়ার নির্মাণ করে কেনসিংটন অ্যান্ড চেলসি বরোহ্ কাউন্সিল। গত বছরই ভবনটির মেরামতের পেছনে ১ কোটি ব্রিটিশ পাউন্ড ব্যয় করা হয়। ওই আবাসিক এই ভবনে ১২০টি ফ্ল্যাট ছিল।