সাতক্ষীরা

সাতক্ষীরায় পিবিজিএসআই স্কিম কর্মকা-ের নির্দেশিকা প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর ওরিয়েন্টেশন ওয়ার্কশপ’

By daily satkhira

May 28, 2023

নিজস্ব প্রতিনিধি : ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিম এর আওতায় ‘এসইডিপি-এর অধীনে পিবিজিএসআই স্কিম কর্মকা-ের নির্দেশিকা প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর ওরিয়েন্টেশন ওয়ার্কশপ’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। কর্মশালালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, সানজিদা খাতুনসহ উপজেলার মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠান প্রধান। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) সেকেন্ডারি এ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সবার আগে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। স্মার্ট নাগরিক তৈরি করতে হলে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। স্মার্ট শিক্ষকরাই তৈরি করবে স্মার্ট শিক্ষার্থী। এভাবেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। সরকার এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু পুরস্কৃত করবে না, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালণনা পরিষদকেও পুরস্কৃত করবে। এতে তৈরি হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরণের প্রতিযোগিতা। ম্যানেজিং কমিটি, শিক্ষক-অভিভাবক এসোসিয়েশন, স্টুডেন্ট কেবিনেট, সামাজিক সুরক্ষা কমিটি, প্রতিষ্ঠানের আয়-ব্যয় সব কিছুতে আসবে কার্যকারীতা ও জবাবদিহিতা। আলোকের ওই ঝরনা ধারায় শিক্ষা প্রতিষ্ঠান হবে সুনাগরিক গড়ার কারখানা। বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের এই কার্যক্রমকে পরিপূর্ণরূপে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।###