সাতক্ষীরা

অন্যের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ভোগ দখলের অভিযোগে এক ভূমিকর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

By daily satkhira

May 29, 2023

নিজস্ব প্রতিনিধি : অন্যের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ভোগ দখলের অভিযোগে এক ভূমিকর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সাতক্ষীরা আদালতে কাশিমাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৫১৮/২৩ নং মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, কাশিমাড়ী গ্রামের মৃত হযরত আলীর পুত্র ভূমিকর্মকর্তা আশরাফ আলী(বর্তমানে বৈকারীতে কর্মরত), আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল বারী, মাও: আব্দুল হামিদ, মাও: আব্দুল মজিদ, মাও: আব্দুল গফুর গাজী, মাও: আব্দুল হক, আ: রহমান শেখ ও মাও: আব্দুস সাত্তার।

মামলা সূত্রে জানা গেছে,কাশিমাড়ী মৌজায় এস এ ১১০১ নং খতিয়ানে ৮৮৪ ও ৮৮৫ ও ৯২৫ দাগে ৩.৬ শতক জমির মধ্যে ১.৫৪ শতক জমি ১৯৯২ সালের ২৫ মার্চ ১৮২৯ নং একটি ভূয়া দলিল সৃষ্টি করে ভোগদখল করতে থাকেন উল্লেখিত ব্যক্তিরা। কিন্তু ২২ সালের ১৭ জানুয়ারি উক্ত দলিলটি জাল বলে ঘোষনা করেন বিচারক। এতে উল্লেখিত ব্যক্তিরা কোন প্রমান দিতে পারেনি। এদিকে উক্ত ১.৫৪ শতক জমির রেকর্ডীয় মালিক অমূল্য কুমার সরকারের কাছ থেকে ১৯৬৭ সালে মূল মালিক কুমোদীনি দাসীর নিকট থেকে অমূল্য কুমার সরকার ক্রয় করেন। অমূল্য সরকারের কাছ থেকে ক্রয় করেন আব্দুর রাজ্জাক। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা জাল দলিলের বুনিয়াদে ওই সম্পত্তি দীর্ঘ ২৬ বছর ভোগদখল করে যাচ্ছেন। তাদের কাছ থেকে সম্পত্তি উদ্ধার এবং জাল দলিল সৃষ্টিরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ৮ জনের বিরুদ্ধে আদালতে ৪২০, ৪৬৮, ৪৭১, ৪৬৫, ১০৯, ১১৪ ধারায় মামলা দায়ের করেন আব্দুর রাজ্জাক।