সাতক্ষীরা

কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুবদের এডভোকেসি সভা

By daily satkhira

May 30, 2023

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে যুবদের সংযুক্ত বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় বিনেরপোতাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুবদের সংযুক্ত বিষয়ে এডভোকেসি সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার শুভাশিস সরকার নবজীবন পলিটেকনিক ইন্সিটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার আজিজুর রহমান, আনোয়ারা খান মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কম্পিউটার ইন্সট্রাক্টর প্রশিক্ষক রাশিদুল ইসলাম, টিটিসির জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান সরদার প্রমুখ। উক্ত এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও সভার লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। বক্তরা বলেন, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার বাস্তবায়নে এফরটি প্রকল্পের আওতায় যুবদের জন্য কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দিয়ে তাদের দক্ষতা উন্নয়ণের জন্য যে ভুমিকা রাখছে সত্যিই সেটি প্রশংসার দাবিদার। যুব সদস্যবৃন্দ তাদের চাহিদা অনুযায়ী উপস্থিত অতিথিবৃন্দের তাদের নিজস্ব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেবা সমুহ সম্পর্কে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে যুবদের কিভাবে সহযোগিতা করতে পারবে সে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। চাকুরির পেছনে না ছুটে প্রত্যেকে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে যে সুযোগ আছে লক্ষ্য নিদিষ্ট করে সেই প্রশিক্ষণ গ্রহন করতে হবে। একাধিক প্রশিক্ষণ গ্রহন করলে কোনটাই হয় না। সিদ্ধান্ত গ্রহনের এখনই সময়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াসউদ্দীন, উপস্থিত ছিলেন ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, চন্দ্রশেখর হালদার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা ও যুব সংঘের সদস্যবৃন্দ।