সাতক্ষীরা

জনতা ব্যাংকের ১০১ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাতক্ষীরায় বিশেষ প্রচারনা

By daily satkhira

June 07, 2023

নিজস্ব প্রতিনিধি : জনতা ব্যাংকের ১০১ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরায় বিশেষ প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জনতা ব্যাংক সেনেরগাঁতী শাখার আয়োজনে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত প্রচারনাসভায় প্রধান অতিথি ছিলেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডিজিএম মো: আব্দুস সালাম।

সেনেরগাঁতী শাখার ব্যবস্থাপক মো: নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম মো: ইমরান হোসেন শামীম। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র হালদার, মোর্শেদা আক্তার, মৌসুমী পারভীন, বেসরকারী উন্নয়ন সংস্থা(সাস) এর উর্দ্ধতন কর্মকর্তা মইনুর রহমান, আলমীর হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা কর্মকতা নাহিদ পারভেজ, দিদারুল আলম, আলাউদ্দীন, বজলুর রহমান।

গ্রাহকরা জনতা ব্যাংকের সেনেরগাঁতী শাখার আধুনিক সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, জনতা ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাখা কর্মকর্তা মনিরুল ইসলাম। সভা শেষে কিউআর কোড স্ক্যান করে টাকা উত্তোলনের বিষয়টি উপস্থিত গ্রাহকদের শিখিয়ে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, জনতা ব্যাংক এখন অত্যাধুনিক একটি ব্যাংক। গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্যে। আমরা ব্যাংকিং সেবা গ্রাহকদের একেবারে দোড়গোড়ায় পৌছে দিতে চায়। জনতা ব্যাংক থেকে টাকা তুলতে এখন আর চেক বই লাগে না। হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করেই টাকা তুলতে পারবেন। এছাড়া চার্জ ফ্রি সেবাও চালু করা হয়েছে। বেশি লাভের আশায় বেসরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে প্রতারিত হবে না। জনতা ব্যাংকে টাকা রাখবেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। প্রবাসী ভাইয়েরা পরিশ্রমের অর্থ কেন অবৈধ করবেন। ব্যাংকের মাধ্যমে টাকা দেশে পাঠাবেন। তাহলে সরকার ভালো থাকবে, দেশ ভালো থাকবে ভালো থাকবেন আপনিও।