সাতক্ষীরা

সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারি আটক

By daily satkhira

June 08, 2023

নিজস্ব প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত ১২টায় ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আটককৃত পাচারকারির নাম সাগর হোসেন সরদার (২৫)। সে সাতক্ষীরা সদরের বৈকারী মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সরদারের ছেলে। বৃহষ্পতিবার দুপুর দেড়টায় হোয়াটসএ্যাপ গ্রুপে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি’র সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক বলেন, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায় বৈকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারি সাগর হোসেনের কোমরে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩ গ্রাম ২৮০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৮৩ টাকা। এ ঘটনায় সাগর হোসেনর নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলদঘাটা গ্রামের রহিম গাজী ও সাইদুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে বৈকারী বিজিবি ক্যাম্পের সদস্যরা বাড়ির পাশের পাটখেত থেকে সাগর হোসেনকে সোনাসহ আটক করে । এ সময় তার সহযোগী বলদঘাটা গ্রামের সুজীর আলীর ছেলে সুমন হোসেন পালিয়ে যায়। পরে বিজিবি সুমন হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে। তরে রাত ১১ টার দিকে ৩৩ বিজিবি’র কর্মকর্তারা এসে সাগরকে নিয়ে চলে যান।