রাজনীতি

জেলা আ. লীগের সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

By Daily Satkhira

June 19, 2017

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে-রমজানের নাজাতের ২২তম দিনে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ২২ রমজানে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে -এ জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি ইফতারের আগে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সর্বস্তরের মানুষের সাথে পবিত্র মাহে রজমানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক পিপি এড. ওসমান গণি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. স.ম গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক জাফরুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য প্রণব ঘোষ বাবলু, জাফর রহমান বাবলু, মমতাজুন্নাহার ঝর্ণা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, সদস্য এপিপি এড. অব্দুল লতিফ, ডা. মুনসুর আহমেদ, এড. শহিদুল ইসলাম পিন্টু, সাঈদ মেহেদী, আতাউর রহমান দোলন, সরদার মুজিব, এড. আজহারুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমা›ন্ডার মীর মাহমুদ হাসান লাকী, মীর তানজীর আহমেদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের জেলা সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিল্লুর রহমান, মাজহারুল আজমসহ জেলা, সদর, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট সমজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।