সাতক্ষীরা

সাতক্ষীরার মাগুরায় পুকুর ভরাটের অভিযোগ : পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা

By daily satkhira

June 12, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের মাগুরায় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার এমন অভিযোগের ভিত্তিতে সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের ওই পুকুরটি পরিদর্শন করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন ও মোঃ আব্দুল আলিম ঘটনা স্থাল পরিদর্শন করেন।

এসময় স্থানীয়রা জানান, মাগুরা গ্রামের ওই পুকুরটি মেম্বারের পুকুর নাম বিখ্যাত। এই পুকুরটি ধঞ্জনজয় নামে এক ব্যাংক কর্মকর্তা পোল্ট্রি ফার্ম করার জন্য পুকুরটি ভরাট শুরু করে।

অথচ উক্ত পুকুরটিতে মাগুরা, দাশপাড়া ও ফুলবাড়িয়া এলাকার মানুষের গোসল সহ গৃহস্থলী কাজের এক মাত্র জলাধার। যেটা বন্ধ হলে হাজার হাজার মানুষের গোসল সহ অনান্ন কাজের অসুবিধা হবে।

পরিদর্শনকালে পুকুরটি ভরাট বন্ধের নির্দেশ প্রদান করা হয়। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।