সাতক্ষীরা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

By daily satkhira

June 13, 2023

নিজস্ব প্রতিনিধি : “ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বিকালে সাড়ে ৩টায় অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। এপ্লাস ক্যাম্পেইন সম্পর্কে প্রেজেন্টশন করেন ডা: মুক্তাদির তামিম।

উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফর রহমানসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় জানান, আগামী ১৩ জুন থেকে ১৮ জুন এর মধ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ক্যাম্পেইনটি একদিন চলবে।। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮৮২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৮ হাজার ১৯২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।##