সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভায় উন্নত ওয়াস সেবা বিষয়ক উদ্যোক্তা ও কনজুমার গ্রুপ সদস্যদের সভা

By daily satkhira

June 14, 2023

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ১৪ জুন  বুধবার সাতক্ষীরা পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত ওয়াস সেবা বিষয়ক উদ্যোক্তা ও কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে সাতক্ষীরা প্রেস ক্লাব হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিস প্রতিনিধি শেখ আসাদুজ্জামান, সাংবাদিক এম. বেলাল হোসাইন। উদ্যোক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন, মোঃ আলিম, মনিরা খাতুন, ডলি খাতুন, জেসমিন আরা, মোঃ রাসেল, নূর মোহাম্মদসহ অন্যান্য। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেমা খাতুন, পিংকী দাশ, লতা মুনি দাশ, তাহেরা পারভীন হীরা, তায়েবা খাতুন, চ্যামলি দাশ, পূজা দত্ত, রেখা রানীসহ অন্যান্য। সভায় এলাকার মানুষ যাতে উন্নত ওয়াস সেবা পায় তার জন্য উদ্যোক্তাদের করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। উন্নত ওয়াস সেবা নিশ্চিত করার জন্য ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের ভূমিকা ওয়াস উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল সরকার ও নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।