ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান ২২ রমজান সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকবৃন্দ বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাদের ক্ষুরধার লেখনিতে সমাজ থেকে অন্যায় অত্যাচার অনিয়ম দুর হয়। তিনি সাতক্ষীরার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো চিহিৃত করে ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জাতির কাছে তুলে ধরার পাশাপশি এগুলো সমাধানের উপায় সম্পর্কে মতামত প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক ও অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য সচিব ও জেলা মহিলা আ. লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দীন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক, জেলা পরিষদ সদস্য এসএম আসাদুর রহমান সেলিম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর কে বাপ্পা, সাংবাদিক জিএম আব্বাস উদ্দীন, শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাজী মুরাদ, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক তানভীর আহম্মেদ উজ্জ্বল, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহজালাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহছান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আকরাম হুসাইন।