সাতক্ষীরা

সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ এক ব্যক্তি আটক

By daily satkhira

June 16, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে সোনার বার জব্দের ঘটনা ঘটে। আটক মজুন খান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেওয়া আভিযানিক দল সোনাবহনকারী মজনু খানকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো ৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।