শিক্ষা

শেখ হাসিনা সরকার শিক্ষার প্রতি সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়েছে- শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি রবি

By Daily Satkhira

June 19, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতির অধিকার। শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। শিক্ষা ছাড়া দেশ এগোতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বিএ, এমএ এমনকি পিএইচডি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু সারাজীবন ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমরা সেই ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ জন্যই আমরা শিক্ষাকে বেশি গুরুত্ব দিই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান -২০১৭ অনুষ্ঠানে প্রাথমিকস্তর, মাধ্যমিকস্তর ও কলেজ পর্যায়ে ১ শ’ জন ছাত্র- ছাত্রীর মাঝে ৪ হাজার টাকা হিসাবে মোট ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।