সাতক্ষীরা

পুকুর দূষণ ও দখল মুক্ত করনে স্থানীয় জনগোষ্ঠীর সাথে পরামর্শ সভা

By daily satkhira

June 19, 2023

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেম্বরের পুকুর দূষণ ও দখল মুক্ত করনে স্থানীয় জনগোষ্ঠীর সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় লাবসা ইউনিয়নের মাগুরা এলাকায় অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন, মো: সৈয়দ আলী। সভায় প্রেক্ষাপট আলোচনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা), সুন্দরবন ফাউন্ডেশন ও বেলা নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠিত পরামর্শ সভায় স্থানীয়দের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মোছা সেলিনা খাতুন, আফরোজা খাতুন, শেখ বেলায়েত হোসেন, আনারুল ইসলাম, মো: রুহুল কুদ্দুস, ছালেহা খাতুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। পরামর্শ সভায় স্থানীয়রা জানান, লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেম্বরের পুকুরটি থেকে ওই এলাকার প্রায় ২ শ থেকে ২৫০টি পরিবারের পানির চাহিদা পূরণ হয়। পৌনে তিনবিঘা জমির পুকুরটি সম্প্রতি ভরাট ও দূষনের করা হচ্ছে। স্থানীয় জনৈক ধনঞ্জয় পুকুরের পাশে পোল্ট্রি খামার নির্মান করে পুকুর দুষণ করছে এবং ভরাটের পায়তারা চালাচ্ছেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও কোন সমাধান হয়নি। অথচ জলাধার আইন ২০০০ অনুযায়ী যে জলাধার পাশ^বর্তী জনগোষ্ঠীর কল্যানে ব্যবহৃত হয় সেটা ব্যক্তিগত বা সরকারি যাইহোক না কেন অভিযোগ উত্থাপিত হলে সেটির শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুরটি রক্ষায় উপস্থিত সকলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।