সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকাল ৩ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমারের সভাপতিত্বে “সভ্যতার অতি আধুনিকায়নেই বিশ^ উষ্ণায়নের জন্য দায়ী” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“সভ্যতার অতি আধুনিকায়নেই বিশ^ উষ্ণায়নের জন্য দায়ী” বিষয়ের উপর উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন যুব সদস্যবৃন্দ (পক্ষে লাল দল) স্বপ্না পারভীন, শাহিনা খাতুন, আমেনা খাতুন ও (বিপক্ষে সবুজ দল) সিফাত হোসেন, তায়েব হোসেন ও তামান্না পারভীন। উপরোক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে মোট ২ টি গ্রুপে ৬ জন তরূণ-তরূণী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মাসুদ রানা, বিচারকের দায়িত্ব পালন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), এসোসিয়েট ট্রেইনার মো: শরিফুজ্জামান।
“সভ্যতার অতি আধুনিকায়নেই বিশ^ উষ্ণায়নের জন্য দায়ী” এই বিষয়ের উপর বিজয়ী হয়েছেন পক্ষে দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দলনেতা শাহনাজ পারভীন। অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও ১ জন শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এই বিতর্কের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো এবং অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইয়ূথ হাবের যুব সদস্যবৃন্দ।