নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বজ্রপাত নিরোধকল্পে জেলাব্যাপী ১০হাজার তালের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের বাকাল ডিসি ইকোপার্কে এই তালের চারা রোপন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এসময় ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হকসহ আরও অনেকে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, বজ্রপাতে প্রতিনিয়তই ব্যাপক হাবে মানুষ মারা যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলাব্যাপী ১০হাজার তালের চারা রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ডিসি ইকোপার্কে তালের চারা রোপনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হল। আমি বিশ^াস করি অচিরেই এর সুফল পাবে সাতক্ষীরাবাসী।