বিএনপির জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথের আন্দোলনকে বেগবান করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার বিকাল ৪টায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো: আব্দুল্লাহ সরদার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিকলীগ নেতা সাহাঙ্গীর হোসেন শাহীন। বক্তব্য রাখেন, জাকির হোসেন টিটু, আব্দুল আজিজ বাবু, মো: রমজান আলী, লিয়াকত আলী, নাসির উদ্দীন, রবিউল ইসলাম খোকন, আব্দুস সালাম, শেখ মকছুর রহমান, আবুল হোসেন খোকন, মিজানুর রহমান, গাউস আলী, প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমানে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় রয়েছে। ফলে দেশের উন্নয়ন এগিয়ে চলছে। কিন্তু বিএনপি-জামায়াত সেটি সহ্য করতে পারছে না। ফলে বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের কোন ক্ষতি কেউ করতে পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আবারো আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনাই সরকার গঠন করবে। বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল কে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য আগামী দুই মাসের মধ্যে জেলা শ্রমিকলীগের সম্মেলন সম্পন্ন করার মধ্য দিয়ে শ্রমিকলীগকে শক্তিশালী করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি