সাতক্ষীরা

ঈদ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

By daily satkhira

June 26, 2023

এম আব্দুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে ঈদের দিন, পূর্ববর্তী ও পরবর্তী দিনসহ মোট তিন দিন ঈদ মোবারক খঁচিত ব্যানার দ্বারা শহরের প্রধান প্রধান সড়ক সজ্জিতকরণ ও তোরণ নির্মাণ, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেয়া হয়েছে।

ঈদের দিন শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় (প্রথম জামাত), ৮টায় (দ্বিতীয় জামাত) পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া ঈদের আগে সুবিধামত সময়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা ও ঈদের পরে সুবিধামত সময়ে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের ঈদ পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।