তালা

তালায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ শ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

By daily satkhira

June 26, 2023

তালা  প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ও ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ১৩০০ কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমূখ।