নিজস্ব প্রতিবেদক : বর্ণিল আয়োজনে ১৭৭ বছর বয়সী সাতক্ষীরার প্রাণনাথ হাইস্কুলের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো শিক্ষাঙ্গন।
পুরনেরা বন্ধুদের কাছে পেয়ে তৈরি হয় আনন্দ আর আবেগঘণ পরিবেশ। দিনভর আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের মাধ্যমে সময় পার করবেন তারা। সকাল সাড়ে ৯টায় প্রাক্তন ছাত্রদের নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো স্কুল চত্বরে ফিরে আসে।
স্মৃতিচারণ পর্বে স্কুল নিয়ে নানা গল্পে আয়োজনকে আরো বর্ণিল করে তোলেন প্রাক্তন ছাত্ররা। এ সময় স্কুল নিয়ে নিজেদের সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি,স্মৃতিচারণ করেন নর্দাণ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।
১৮৪৬ সালে স্থাপিত সাতক্ষীরা পিএন হাইস্কুল এ বছর পা দিয়েছে ১৭৭ বছরে। এত পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিভাগে বিরল। এ উপলক্ষে মিলন মেলার আয়োজন করে প্রাক্তন ছাত্ররা। আয়োজনে অংশ নেন এক হাজার দুইশত সাবেক ও বর্তমান শিক্ষার্থী।