আশাশুনি

আশাশুনির চাপড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত বসত ঘর ৫০ হাজার টাকা ক্ষতি

By daily satkhira

July 03, 2023

আশাশুনি ব‍্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া গ্রামে আগুনে পুড়ে ভস্মীভূত ১টি বসত ঘর, আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে চাপড়া গ্রামের মৃত কফিল উদ্দিন গাজীর ছেলে অসহায় মোঃ হাসেম আলি গাজী (৬০) ও তার স্ত্রী রহিমা বেগম জানান, নদী ভাঙ্গন এলাকায় খাস জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছি। গত কাল দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী দুইজন কাজের জন্য বাহিরে যায়। ঐদিন বিকাল পাঁচটার দিকে আমার পার্শ্ববর্তী গ্রামবাসী বসতঘরে আগুন লেগেছে দেখে আমাকে খবর দেয়।

তাৎক্ষণিক বাড়িতে এসে দেখি আমার বসত ঘর এবং রান্নাঘর আগুনে পুড়ে গেছে। বাড়ির আসবাবপত্রসহ পুড়ে লক্ষাদিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানতে চাইলে তারা বলেন রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে তারা। এ ব্যাপারে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এলাকার বিত্তবানদের মাঝে তার বসবাসের ঘর নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবী জানিয়েছে।