জনস্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মৌমাছি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রশান্ত মল্লিক। প্রভা সংস্থা,সঞ্চিতা মহিলা উনয়ন সংস্থা, ডুইডো,গণচেতনা ফাউন্ডেশন, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ও মৌমাছি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম।
জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে আরো বক্তব্য রাখেন গণ চেতনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য,সঞ্চিতা মহিলা উনয়ন সংস্থার সভানেত্রী মিসেস সিরাজুন(সঞ্জু), মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছকিনা পারভিন প্রমূখ। অবস্থান কর্মসূচি পালন করার পর জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মোকামেলায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার অনুরোধ জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্বাস্থ্যখাতে ক্রমবর্ধমান ব্যয় কমিয়ে আনতে বক্তাদের সুপারিশ- হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও তহবিল গঠন করা। অস্বাস্থ্যকর পণ্য (কোমলপানীয়, তামাক, ফাস্টফুড, জাংকফুড, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য) এর উপর নির্ধারিত কর আরোপ করে হেলথ প্রমোশন ফাউন্ডেশন এর আর্থিক যোগান স্থায়ীত্বশীল ও নিশ্চিত করা। সরকারের বিদ্যমান কমিউনিটি ক্লিনিক এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হেলথ প্রমোশনের বিষয়টি যুক্ত করা। হেলথ প্রমোশন ফাউন্ডেশন বিষয়ক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সকল মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা। হেলথ প্রমোশন ফাউন্ডেশন বিষয়ক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সিভিল সোসাইটি, পরিবেশকমীর্, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করা এবং মতামত যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা।
প্রেস বিজ্ঞপ্তি