সাতক্ষীরা

বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা

By daily satkhira

July 15, 2023

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ কে, এম, মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। তথ্য ও জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ার‌্যান বিশ্বনাথ মন্ডলসহ সাতক্ষীরা টিটিসি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এলাকার ইমাম পুরহিত এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টিটিসির ইন্সট্রাক্টর আনারুল ইসলাম। এর আগে একটি র‌্যালি টিটিসি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়া সাতক্ষীরা টিটিসির দুইজন ইন্সট্রাক্টরকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, সোনার বাংলা গড়তে দক্ষ মানুষের বড্ড প্রয়োজন। দক্ষ মানুষ কখনো বেকার থাকেনা। অর্থকষ্টে ভোগে না। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে দক্ষ করতে প্রত্যন্ত অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন। সুতরাং সকলকে দক্ষ হয়ে সোনার বাংলা গড়তে অংশ নিতে হবে।