দীর্ঘ দিনের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল নেওয়ার প্রতিবাদে আদালতে মামলায় হত্যা, খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিকারের দাবিতে জানিয়েছেন ভুক্তভোগী।
গতকাল দুপুরে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার পুদ্মপুকুর গ্রামের মৃত গোলাব্দী মোড়লের পুত্র মো: আব্দুল মজিদ মোড়ল। তিনি বলেন, পদ্মপুকুর মৌজায় এস এ ১৩০ নং খতিয়ানের এস এ ১২৬৩ দাগে ৪৪ শতক এস এ ১২৭৯ দাগে ৫২ শতক এস এ ১২৫১ দাগে ৫২ শতক এস এ ১৩০৫ দাগে ৩৬ শতক এস এ ১৪৫২ দাগে ০৫ শতক এস এ ১৪৫৪ দাগে ২৮ শতক এস এ ১৪৫০ দাগে ৪৭ শতক, ১৪৪৩ দাগে ৭৪ শতক ১৪৪৫ দাগে ১৬ শ: ১৮৫২ দাগে ৪৪ শ: ১৮৫১ দাগে ০৬ শ; ১৮৫৩ দাগে ৭৯ শ: ১২৬৯ দাগে ১৩শ: মোট ১০.৯৩০০ একর জমির মধ্যে ১.৮২৬৬ একর এবং মৌজা গড়কুমারপুর সি এস ৪৯ নং খতিয়ানে ৮৫৩ দাগে ২৫ শতক, ৮৫৪ দাগে ১.৮৩ শ: ৮৫৫ দাগে ৮৪ শ; ৮৫৬ দাগে ৮ শতক মোট ২টি মৌজায় ৪.৮২৬৬ একর সম্পত্তি। সর্বমোট দুটি মৌজায় ৬টি খতিয়ানে সম্পত্তি রয়েছে। খতিয়ানযথা গড়কুমারপুর খতিয়ান নং ২১, ৪৯, ১১৩, ২৯৩, ৩৩১, পদ্মপুকুর মৌজায় ১৩০। এছাড়া ৩৩১ খতিয়ানে দাগ নং ১৪০৯, ১৪২৬, ১৪২৪ ও ১৪১৮ জমি ১৮.৪৩ একর। এদিকে ১১৩ নং খতিয়ানের সম্পত্তি আমি দীর্ঘদিন ধরে খাজনা দাখিলা কেটে আসছি। সম্পত্তিটি নিলাম হলেও আমার দাবি থাকায় কেউ নিলাম খরিদ করতে পারেনি।
উক্ত সম্পত্তি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিলাম। কিন্তু আমি গত কয়েক বছর এলাকায় না থাকার সুযোগে পদ্মপুকুর গ্রামের আ: হাই এর পুত্র আব্দুল হামিদ, রবিউল ইসলাম, মৃত ফরবান মোড়লের পুত্র লুৎফর রহমান, সবুর মোড়ল, মৃত আব্বাস মোড়লের ফজর মোড়ল, মৃত জোহর আলী মোড়লের পুত্র সাহেব আলী, জলিল, মৃত সামাদ মোড়লের পুত্র রেজাউল মোড়ল, রবিউল ইসলামের স্ত্রী মুর্শিদা, প্রতাপনগর গ্রামের ঈমান আলীসহ উক্ত সম্পত্তি অবৈধভাবে দখল করে। শুধুমাত্র আমার ভিটে বাড়িটুকু ছাড়া অন্যান্য দাগের সকল সম্পত্তি তারা দখল করে রেখেছে।
আমি এলাকায় ফিরে আমার পৈত্রিক সম্পত্তি দখল বুঝে পাওয়ার চেষ্টা করলে তারা আমাকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। আমি উপায়ন্তর হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। মামলা করায় উল্লেখিত ব্যক্তিরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। তাদের ভয়ে বর্তমানে বাড়ি ছাড়া হয়ে পলাতক জীবন যাপন করছি। পৈত্রিক সম্পত্তি উদ্ধারসহ জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি