আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় ৯০ কেজি চিংড়ী মাছসহ দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার ভোর ৫টার দিকে বনবিভাগের কোবাতক স্টেশনের সদস্যরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে উক্ত মাছসহ নৌকা দুটি জব্দ করেন। তবে, বনবিভাগের সদস্যরা এ সময় কোন জেলেকে আটক করতে সক্ষম হননি।
বনবিভাগ জানায়, গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ কোবাতক স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিভিন্ন সরঞ্জামসহ ৯০ কেজি চিংড়ী মাছ ও দুটি নৌকা জব্দ করা হয়। তবে, বনবিভাগের অভিযানের খবর আগাম টের পেয়ে সংঘবন্ধ জেলেরা মালামল ফেলে সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত চিংড়ী মাছ গুলো মাটিতে পুতে ফেলা হয়েছে।##