সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভায় আন্তর্জাতিক সমবায় দিবসে ওয়াস পণ্যের মেলা

By daily satkhira

July 26, 2023

আন্তর্জাতিক সমবায় দিবস ২০২৩ উৎযাপন উপলক্ষ্যে সাতক্ষীরাতে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ রাবেয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মণ, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার সমবায় অফিসের সহকারী পরিদর্শক শেখ মিজানুর রহমান, শেখ আসাদুজ্জামান, সাংবাদিক মেহেদী আলী সুজয়সহ অন্যান্য। সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার ওয়াস এসোসিয়েশন এর সভাপতি মোঃ আল আমিন হোসেন ও মোঃ শাহজাহান কবর উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার ও নন্দিতা রানী দত্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণির মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি