নিজস্ব প্রতিনিধি : প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারে যেতেই হল মেহেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মাহবুবর রহমানকে। গত ২৬ জুলাই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচার এমজি আযম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাহবুবর রহমান আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মুজিবুর রহমান গাজীর পুত্র। বর্তমানে তিনি মেহেরপুর সরকারি মহিলা কলেজে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা গেছে, ঘরে স্ত্রী থাকার পরও বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে জড়াতো এবাধা দেওয়ায় প্রায়ই মাহবুবর রহমান স্ত্রীকে মারপিট করতো এমনকি যৌতুকের দাবিতেও স্ত্রী নাসিমা খাতুনকে মারপিট করতো। এক পর্যায়ে ২০২১ সালের বেধড়ক মারপিট করে মাহবুবর রহমান শিশু কন্যাসহ স্ত্রী নাসিমা খাতুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় নাছিমা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করে। মামলা নং ৪৭৪/২১। উক্ত মামলায় ২৬ জুলাই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ##