দেবহাটা

দেবহাটায় ‘বীরের কন্ঠে বীরগাঁথা’ প্রকল্পে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহন

By daily satkhira

July 29, 2023

কে এম রেজাউল করিম দেবহাটা : মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জল ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য ৮০ হাজার জীবিত বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নিয়ে ভিডিও সাক্ষাৎকার গ্রহন কার্যক্রম শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় “বীরের কন্ঠে বীরগাঁথা” এই প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে ১৬টি ডকুমেন্টরি ও আর্কাইভ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই কার্য্যক্রম শুরু হয়। এক বছর মেয়াদের এই প্রকল্পের আওতায় ১০দিন ব্যাপী চলবে সাতক্ষীরা জেলার এই কার্যক্রম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা কে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন, কার নির্দেশে এবং প্রথম কোথায় সক্রিয়ভাবে অংশগ্রহন করেছিলেন, মুক্তিযুদ্ধের স্মরনীয় ঘটনা, পাকবাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতার স্বীকার হয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন কিভাবে তাদেরকে প্রভাবিত ও অনুপ্রানিত করেছিল, ৭১ সালের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের কথাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাসের উপর সাক্ষাৎকার ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়।

সকাল থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে পর্যায়ক্রমে ক্যামেরার সামনে মুক্তিযুদ্ধের সঠিক গৌরব গাঁথা ইতিহাস তুলে ধরে বক্তব্য ও স্মৃতিচারণ করেন। ৭টি ভিডিও ক্যামেরায় প্রকল্পের কর্মকর্তারা ভিডিও সাক্ষাৎকার ধারণ করেন। এসময় মুক্তিযোদ্ধারের উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিনত হয়।

এ ব্যাপারে উপস্থিত সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী ও সাবেক দপ্তর কমান্ডার আব্দুর রউফ জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য ও মুক্তিযুদ্ধে গৌরব উজ্জল সঠিক তথ্য সম্বলিত ইতিহাস সংরক্ষণ করে তা আর্কাইভ করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ভিডিও সাক্ষাৎকার গ্রহন কার্য্যক্রম শুরু করেছে তার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।