সাতক্ষীরা

সাতক্ষীরায় রাইটস যশোরের উদ্যোগে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালন

By daily satkhira

July 30, 2023

‘পাচারের শিকার সকলের পাশে থাকবো, বাদ যাবে না কেউ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ জুলাই, রবিবার সারা বিশ্বে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস ২০২৩’ পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ এর উদ্যোগে রোববার সকালে সাতক্ষীরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’ এবং কোইকা এর আর্থিক সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টিটিসির অধ্যক্ষ মো: মিজানুর রহমান, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তাফা জামান প্রমুখ। এছাড়াও র‌্যালীতে উপস্থিত ছিলেন মো: ইমরুল শাহেদ (প্রোগাম অফিসার,আইওএম প্রজেক্ট, রাইটস যশোর), শামীম রেজা (কাউন্সেলর,আইওএম প্রজেক্ট,রাইটস যশোর), মো: আছের আলী(ডেস্ক অফিসার, আইওএম প্রজেক্ট,রাইটস যশোর) এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ, প্রেসক্লাব প্রতিনিধিগণ। প্রেস বিজ্ঞপ্তি