শ্যামনগর

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন বনদস্যু আটক, দুটি অস্ত্র উদ্ধার

By Daily Satkhira

June 20, 2017

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের সাপখালী খাল ও শ্যানগরের গাবুরা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক বনদুস্যরা হলেন, খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আবুল বাসারের ছেলে আবুল হাসান, একই গ্রামের আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন ও কয়রার গোলাখালী গ্রামের গাজী আবুল মোছেরের ছেলে মফিজুল ইসলাম নান্নু। শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সাপখালী খালে অভিযান চালিয়ে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তলসহ আবুল হাসান ও জালাল হোসেন নামে দুই বনদস্যুকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, গাবুরা খেয়াঘাট থেকে অস্ত্র সরবরাহকারী নান্নুকেও আটক করা হয়। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।