প্রেস বিজ্ঞপ্তি : সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির প্রাণোচ্ছলতায় উচ্ছসিত হয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে এক গুচ্ছ কদম দিয়ে বরণ করলো সাতক্ষীরা বন্ধুসভা।
১৬ ই শ্রাবণ ১৪৩০, ৩১ জুলাই ২০২৩ সোমবার সাতক্ষীরা প্রথম আলো অফিসে সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষা উৎস।
বিকাল ৫টায় উপস্থিত সকল বন্ধুদের কদম ফুলের শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।
এরপর ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানটির সাথে একক নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার ছোট্ট বন্ধু রাজকন্যা । বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি এ্যাড. নুরুজ্জামান সাহেব আবৃত্তি পরিবেশনের পর একক সঙ্গীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সীমা মন্ডল । তিনি পরিবেশন করেন ‘আষাড় শ্রাবন মানে না তো মন গানটি। এরপর কবিতা নিয়ে উপস্থিত হন বিশিষ্ট কবি নূরুউজ্জামান সাহেব ।
গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে বর্ষার নানা রুপ ও স্বাদের সাথে পরিচয় ঘটানো হয়। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সোমা রানী বৈদ্য, সবুজ তরফদার, আজিজুল ইসলাম।
বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম এর সঞ্চালনায় বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসিবে উপস্থিত ছিলেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,এছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ,প্রীতি দাস, তামান্না পারভীন,প্রশান্তকুমার পাল, তামিম বিল্লাহ,উত্তম মল্লিক,মোঃপারভেজ,সুকান্ত দাস প্রমুখ।
অবিরাম বারিবর্ষণে স্নিগ্ধ সজীব পরশ বুলিয়ে দিয়ে মানুষকে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দেয় বর্ষা। প্রকৃতি রক্ষার ব্রত আর অপার সৌন্দর্য্যরে অধিকারী এই বর্ষা ঋতুকে বরণ নেয়ার উদ্দেশ্য নিয়ে এই প্রথম বর্ষা উৎসবের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা।
বন্ধুসভার আমন্ত্রণে বর্ষার আবাহনে মেতে ওঠে ছোট থেকে বড় নানা বয়সের নানা শ্রেণীর মানুষ। মিলিত হয় বর্ষার উৎসবে, প্রাণের উৎসবে। অবগাহন করে প্রকৃতির বৃষ্টিতে, বর্ষার পবিত্র স্রোতধারায়।