দেবহাটা

দেবহাটায় আশার আলোর ইউনিয়ন অ্যাডভোকেসি সভা

By daily satkhira

July 31, 2023

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে এবং এ্যামেরিকেয়ারস এর অর্থায়নে থ্রিভিং লোকাল রিপ্রেজেন্টেটিভ উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিষয়ে ইউনিয়ন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ জুলাই সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আশার আলোর পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ।

প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। আশার আলোর উক্ত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার নাংলা ফাতেমা রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, প্রকল্প সমন্বয়কারী জি.এম ইমতিয়াজ আহমেদ, ইউপি সদস্যা ফরিদা আক্তার, ইউপি সদস্য মোনায়েম হোসেন, ইউপি সদস্য আমজাদ আলী প্রমুখ। সভায় জানানো হয়, উক্ত প্রকল্পের মাধ্যমে আশার আলোর বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়নে আগামী ১৫ মাসব্যাপী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা দিতে সবধরনের সুযোগ সুবিদাগুলো বিনামূল্যে প্রদান করা হবে।