নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩২ জামায়াত ও শিবিরকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার(৩১ জুলাই) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আজ গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত. ঈমান আলীর পুত্র মাও: মোস্তাফিজুর রহমান, ধুলিহরের জিয়ালা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াছিন আলী, রামচন্দ্রপুর গ্রামের মৃত আবু বাক্কারের পুত্র ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ওসমান গণি,মিয়াসাহেবের ডাঙ্গী গ্রামের আ: মাজেদের পুত্র ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান, মৃগীডাঙ্গা গ্রামের মৃত সমির উদ্দীন সরদারের পুত্র বৈকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, গাজীপুর গ্রামের আব্বাস আলী গাইনের পুত্র ঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ গাইন, কাথন্ডা গ্রামের মৃত গাজী আতিয়ার রহমানের পুত্র কাথন্ডা জামায়াতের সেক্রেটারী ওহিদুজ্জামান, ঘোনা গ্রামের মৃত আকবর সরদারের পুত্র ঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাঈদুজ্জামান মিঠু গোবিন্দকাটি গ্রামের মৃত কেছমত আলী সরদারের পুত্র ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সদস্য জিহাদ সরদার, গদাঘাটা গ্রামের মৃত মোকছেদুর রহমানের পুত্র শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের কার্যকরি সদস্য রেজাউল ইসলাম, কামারসাইসা গ্রামের মৃত ঈমান আলী গাজীর পুত্র বাঁশদহা ইউনিয়ন জামায়াতের সদস্য গোলাম মোস্তফা, সাতক্ষীরা শহরের কাটিয়া ঢালীপাড়া গ্রামের মৃত রাজ্জাক ঢালীর পুত্র ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী খাইরুল ইসলাম, ভাড়–খালি গ্রামের মৃত কামাল উদ্দীন মোড়লের পুত্র জামায়াত কর্মী আলমগীর হোসেন, মাগুরা মোল্লাপাড়া গ্রামের আইনুদ্দীন মোল্ল্যার পুত্র সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী মোনজেল হোসেন, গোবিন্দকাটি গ্রামের আরশাদ আলী দফাদারের পুত্র ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারী মো: আইয়ুব আলী, একই গ্রামের মৃত শেখ আব্দুর রউফের পুত্র জামায়াত কর্মী আব্দুর মো: আব্দুল হান্নান, বালিতা গ্রামের নুর আলী গাজীর পুত্র জামায়াত কর্মী শের আলী, দক্ষিণ ফিংড়ী গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর পুত্র জামায়াতকর্মী শেখ আকবর আলী, একই সিরাজুল ইসলামের পুত্র জামায়াত কর্মী হুসাইন কবির, ছয়ঘরিয়া কালিয়ানি গ্রামের মৃত আকবর আলীল পুত্র জামায়াত কর্মী আশরাফ আলী, পলাশপোল জজকোর্ট এলাকার আব্দুল ওয়াজেদের পুত্র জাহাঙ্গীর আলম, পাটকেলঘাটা গ্রামের শহিদুল ইসলামের পুত্র জামায়াত কর্মী হাবিবুর রহমান, মোচড়া গ্রামের মৃত রহিম বক্স সরদারের পুত্র বল্লি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম,সাতক্ষীরা সদরের মৃত শহর আলী মোল্লার পুত্র খলিলনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুছ আলী বুলু, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোক্তার সরদারের পুত্র ইদিস সরদার, ওলিউর রহমানের পুত্র আব্দুল্লা আল মাহমুদ, মুন্সিপাড়া গ্রামের মৃত ইউসুছ আলীর পুত্র সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল রহমান, পাটকেলঘাটার দুধলাই গ্রামের মৃত খাদেমগাজীর পুত্র জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী গাজী রেজাউল করিম নুনু, গনেশপুর গ্রামের সুজায়েত আলী সরদারের পুত্র জামায়াত সদস্য কাদের সরদার, পাঁচপাড়া গ্রামের মৃত অজিয়ার রহমানের পুত্র শামসুজ্জামান, মানিকহার গ্রামের মৃত আনিছ উদ্দীনের পুত্র জামায়াত কর্মী রিয়াজ উদ্দীন শেখ, সরুলিয়া গ্রামের মৃত মেসের ঢালীর পুত্র জামায়াত কর্মী হালিম ঢালীসহ মোট ৭৫ জনকে আসামী করা হয়েছে।