খেলা

আর ‘হবে না’ চ্যাম্পিয়ন্স ট্রফি

By Daily Satkhira

June 20, 2017

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আর না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। তার পরিবর্তে বরং দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পথেই থাকতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

অনেকেই মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে বিশ্বকাপের মতোই একটা প্রতিযোগিতা। ২০১৯ সাল থেকে ১০ দলকে নিয়ে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আলাদা করে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে অনীহা আইসিসির।

২০২১ সালে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।

‘আমরা চাই আইসিসির প্রতিযোগিতাগুলো একটি অপরটির চেয়ে আলাদা হোক। মানুষ যেন পার্থক্য বুঝতে পারে। এতে করে প্রতিটি প্রতিযোগিতাই আলাদা আলাদা করে দর্শকদের মধ্য আগ্রহ তৈরি করতে পারবে।’ বলেন রিচার্ডসন।

চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ভালোই সাড়া ফেলেছিল। ফাইনালে ভারত-পাকিস্তান যাওয়ায় আইসিসির লাভও হয়েছে বেশ।