নিজস্ব প্রতিনিধি : ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এঁর ৭৪ তম জন্মদিন উপলÿে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সাতÿীরা শহরের দÿিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শনিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতÿীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল ইসলাম মহি।
বিদ্যালয়ের প্রধান শিÿক সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিÿক সামছুন্নাহার, জামিলা খাতুন, হাফিজা খাতুন প্রমুখ।
পুরস্কার বিতরণী শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল হোসেন ছিলেন একজন প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু কুলাঙ্গাররা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করে।