দেবহাটা

দেবহাটায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক পুত্রসহ দুইজন আহত: হাসপাতালে ভর্তি

By daily satkhira

August 07, 2023

নিজস্ব প্রতিনিধি দেবহাটা থানার নাশকতাসহ ৫/৬টি মামলার আসামী ও চিহিৃত সন্ত্রাসী ফরহাদ হোসেনের নেতৃত্বে হামলার শিকার হয়ে সাংবাদিক পুত্রসহ দুইজন গুরুতর আহত হয়েছে। রবিবার (৬আগষ্ট) সন্ধা সাড়ে ৬টায় দিকে পারুলিয়া গরুহাট সংলগ্ন ছমিলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এমন ঘটনা ঘটে।

জানা যায়, দেবহাটা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: অহিদুজ্জামানের ছোট পুত্র তাসকিন আহমেদ (শাওন) (১৮) ও তার বন্ধু খাসখামারের রমজান হোসেনের পুত্র রাজু হোসেন (১৮) বিকালে পারুলিয়া হাটে দুইটি ছাগল কেনার জন্য যায়। ছাগল না পেয়ে তারা দুইজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ছমিলের সামনে আসলে উত্তর সখিপুর গ্রামের মো: নুরুল ইসলাম গাজীর ছেলে ফরহাদ হোসেন (৩০) এর নেতৃত্বে,

পুষ্পকাটি গ্রামের আলম শেখের পুত্র মঞ্জুরুল মোরশেদ মিলন (৩৭), উত্তর পারুলিয়া গ্রামের কবির হোসেনের পুত্র রাকিব হোসেন (২২), নিশ্চিন্তপুর (পারুলিয়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল্ল্যাহ আল রানা (২৫), কুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্ল্যাহ মিলন (২৯), বহেরা গ্রামের ওজি শাহাজীর ছেলে মনিরুজ্জামান মনি (৩০), উত্তর পারুলিয়া গ্রামের আমান (২০)সহ আরো কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের নিয়ে রাজু হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে ও তার বন্ধু তাসকিন আহমেদ শাওনকে চোখে আঘাত করে ও দুই পায়ে রড দিয়ে পিটিয়ে ফোলা জখম করে। এসময় তাসকিনের কাছে থাকা ছাগল কেনার জন্য ৪০হাজার টাকা ও একটি টাচ মোবাইলসহ তার বন্ধু রাজুর একটি টাচ মোবাইল ও ৪হাজার টাকা কেড়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনীরা। পরে স্থানীয়রা দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের পরিবার সূত্রে জানা যায়।