সাতক্ষীরা

জেলা ভুমিহীন সমিতির আয়োজনে এক জরুরি আলোচনা সভা

By daily satkhira

August 09, 2023

বুধবার সকাল ১১-৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চত্বরে জেলা ভুমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী সভাপতিত্বে ভুমিহীনদের বেশ কিছু চলমান ইস্যু নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সঞ্চালক হিসাবে সভা পরিচালনা করেন জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।।সভায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক। সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন। উপ প্রচার সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম। জেলা ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক আব্দুল আলিম সহ আরও অনেকের মধ্যে বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ সভাপতি বাবলু হাসান।। জেলা ভুমিহীন নেতা জি এম রেজাউল করিম রেজা প্রমূখ।।

আলোচক বৃন্দ বিনেরপোতায় রাফসান গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কাটিয়ার জনৈক মকসুদ ভাটা মালিক কতৃক খেজুরডাংগী গেট সংলগ্ন খালের পাড় ভেকু মেশীন দ্বারা কেটে উক্ত মাটি তার নিজ ভাটায় ব্যাবহার করতঃ এলকার ফসলী জমির অপুরনীয় ক্ষতির আশংকায় তীব্র নিন্দা জানিয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেন।।

এছাড়াও আমাদের সাতক্ষীরা জেলায় এখনও হাজার হাজার ভুমিহীন থাকা সত্বেও মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করায় বিস্বয় প্রকাশ করেন।।

সভায় শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদায় পালনের জন্য সকলকে ১৫ আগস্টের আয়োজনে উপস্থিত থাকবার আহবান জানান জেলা নেতৃত্ব। প্রেস বিজ্ঞপ্তি